এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় ও আঁচারগাও ফাজিল মাদ্রাসার এসএসসি -২০১৮ ব্যাচ এর উদ্যোগে ৩য় বারের মতো পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র ১০০ পরিবারের মাঝে বাসায় বাসয় গিয়ে ঈদ উপহার সামগ্রী বিরতন করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) বিকালে ঈদ সামগ্রী বিতরণী কার্যক্রম সম্পন্ন করেন এসএসসি ব্যাচ-২০১৮ এর সদস্যগণ। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, এক কেজি পোলাও চাল, হাফ কেজি সেমাই, হাফ কেজি চিনি, হাফ লিটার তেল, ২ প্যাকেট দুধ ও ১ টি সবান।
তারা জানায়, অর্থের অভাবে যারা ঈদ আনন্দ থেকে বঞ্চিত তাদের মুখে হাসি ফোঁটাতে তাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা গত তিন বছর ধরে নিজ উদ্যোগে এই আয়োজন করে আসছি। আগামীতে আরো বড় করে আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মানব চেতনা /এইচএম