নিজস্ব প্রতিবেদক: র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর থেকে ৮৭ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
অদ্য (২০ এপ্রিল) ৪টা ৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকা হতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন বাঘড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ছেলে মাদক ব্যবসায়ী ১। মোঃ কবিরকে(৩৭)ও কসবা থানার অষ্ঠজঙ্গল গ্রামের বাসিন্দা মৃত শাহদৎ আলীর ছেলে ২। মোঃ তনু মিয়া(৬০) কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৮৭(সাতাশি) বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল’সহ গ্রেফতার করে।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-১৪, সিপিসি-২ এর উপ পরিচালক শাহরিয়ার মাহমুদ খান জানান কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে মাদকদ্রব্য ফেন্সিডিল পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানব চেতনা/এমআর