নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রীন ইউনিভার্সিটি ছাত্রলীগের আংশিক কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃতি সন্তান মোঃ জাকির হোসেন।
গতকাল (১৮-ফেব্রুয়ারি)শুক্রবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি জাহেদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।
গ্রীন ইউনিভার্সিটি ছাত্রলীগের উপজেলা/থানা সমমান ইউনিট। এটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রলীগের কমিটি।
নবগঠিত কমিটিতে স্থান পাওয়ার পর তিনি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম সম্রাট এর প্রতি।
গ্রীন ইউনিভার্সিটি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বলেন, শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গ্রীন ইউনিভার্সিটি শাখার সিনিয়র সহ-সভাপতি করায় গ্রীন ইউনিভার্সিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদের মুজিবীয় শুভেচ্ছা। আশা করি চলমান উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদা রাজপথে প্রস্তুত থাকবো।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। জাকির হোসেন হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মোঃ লাল মিয়ার সন্তান।