নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদরের ৮ং মারিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান হলুদের সমর্থনে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর)সন্ধ্যায় সদর বিন্নাগাও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাদিউল আলম হলুদের সভাপতিত্বে ও মারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম পাশার সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু ও জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সাব্বির আহাম্মেদ মানিক মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক জেলা আওয়ামী লীগ, শ্রমিক নেতা আব্দুস শহিদ,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড.মীর সোহেল, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জিএস বছির উদ্দিন রিপন,সদরউপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন, জেলা মহিলা যুবলীগের তাছলিমা ইসলাম সুইটিসহ প্রমুখ।
কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ যুবলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং সদর উপজেলা যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা।
কর্মীসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম টিটু তাঁর বক্তব্যে বলেন মারিয়া ইউনিয়নকে ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে গড়ার লক্ষ্যে সকলেই নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।