কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে থেকে মুক্তিযুদ্ধা
কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত (দায়িত্ব প্রাপ্ত ঢাকা বিভাগ উত্তর)
আওয়ামী যুবলীগ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক
আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু (দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ উত্তর)।
কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মো: আমিনুল ইসলাম সোহেল ও মো: রুহুল আমিনের সঞ্চালনায় মো: আতাউর রহমান উজ্জ্বল সহ সম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটি, বশির আহমেদ,মোবারক হোসেন, মনিরুজ্জামান তরুন, শাকিল আহামেদ তানভীর, এস এম তৌফিকুর হাসান সাগর যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রমুখ উপস্তিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন বর্ধিত সভায় কিশোরগঞ্জের ১৩ উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
মানব চেতনা/এমআর