বাংলা আমার দেহের আত্মা
বাংলা ভালোবাসা
এই বাংলাতেই মিশে গেল
কত মায়ের আশা।
বাংলা মায়ের মধুর কথা
ছিনিয়ে নিতে চায় যারা
তাদের বিরুদ্ধে হিম্মত ছেলে
প্রতিবাদে দেয় সাড়া।
বাংলা তো নয় সোনার টুকরা
রক্ত দিয়ে গড়া
তাঁদের কি আর ভুলতে পারি
শহীদ হলো যারা?
তারা কি আর যেমন তেমন
চাইলেই ভূলা যায়?
যুদ্ধ শেষে মা ছেলেকে
বুকে পেতে চায়।
ফিরে এলো অনেক ছেলে
মায়ের ছেলে নাই,
যুদ্ধক্ষেত্রে শহীদ হলো
সবাই বলল তাই।
নিজের প্রাণ বিলিয়ে দিল
স্বাধীনতা পেতে
ভাগ্যে তাঁদের লেখাই ছিল
শহীদ হয়ে যেতে।
শহীদ হলো সালাম, জব্বার, বরকত
আরো কত নাম
তাইতো আজ সবার কাছে
তাঁদের এতো দাম।
তাদের জীবন উৎসর্গ করে
সূত্রু করলো শেষ
সেই ভায়েরই রক্তদানে
অর্জিত এই দেশ
স্বাধীন বাংলা দেশ।
মানব চেতনা /এইচএম
Leave a Reply