এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ‘আলোর ভুবন’ পাঠাগারের এর উদ্যোগে বয়স্কদের জন্য বিনামূল্যে তিন মাস মেয়াদী মসজিদ ও মহল্লা ভিত্তিক কুরআন শিক্ষা আসর শেষ হয়েছে। এ উপলক্ষে রবিবার (৭ ফেব্রুয়ারি) পাঠাগার কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা দেলোয়ার হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পাঠাগারের প্রধান উপদেষ্টা নুরুল হক মাষ্টারের সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মেম্বার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঠাগারের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহাবুদ্দিন খান কায়সার সাহেব, নান্দাইল জাসদ এর যুগ্মসাধারণ সম্পাদক আলি আকরাম খান কাঞ্চন, সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজ উদ্দিন, সাংবাদিক এবি সিদ্দিক খসরু,এইচএম সাইফুল্লাহ,মেহেদি হাসান শুভ, পাঠাগারের সভাপতি মোঃ ফাইজুল ইসলাম, সম্পাদকঃ মোঃ সাইদুল ইসলাম মেম্বার, সহ সভাপতি ডাক্তার মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ তাজওয়ার খালেদ খান ওয়াসি দপ্তর সম্পাদক মোঃ নাইমুল হক, মোঃ হাসিম সাকিন বিজয়, মোঃ সোহেল রানা, মোঃ শাওন,সিংরইল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা মামুন সিদ্দিক, আগপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মোঃ রাকিব উল্লাহ মাইজ পাড়া মসজিদের খতিব হাফেজ মোঃ জুবায়ের আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে চারটি ক্যাম্পে বয়স্ক নতুন কোরআন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান করা হয়। এ সময় পাঠাগার সভাপতি ফাইজুল ইসলাম বলেন, আমাদের কার্যক্রম বয়স্ক ব্যক্তিদের জন্য মসজিদ ও মহল্লা ভিত্তিক কোরআন শিক্ষার কার্যক্রম চলমান থাকবে।
মানব চেতনা /এইচএম
Leave a Reply