ঈশ্বরগঞ্জপ্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
২৩ জানুয়ারী সকালে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, মুজিব বর্ষের উপহার হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫০টি ভূমিহনি ও গৃহহীন পরিবারের কাছে খাসভূমি বন্দ্যোবস্ত দিয়ে তার দলিল হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ঈশ্বরগঞ্জ ইউনিয়নে ১৩টি, সোহাগী ইউনিয়নে ১৩টি, সরিষা ইউনিয়নে ৮টি, আঠারবাড়ী ইউনিয়নে ২টি, উচাখিলা ইউনিয়নে ৯টি ও বড়হিত ইউনিয়নে ৫টিসহ মোট ৫০টি ঘর বুঝিয়ে দেয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১লক্ষ ৭১ হাজার টাকা, উপজেলার ৫০টি গৃহহীন পরিবার ২ শতাংশ খাস জমির বন্দোবস্তসহ ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা, ইটের দেওয়াল, ক্রংক্রিটের মেঝে রঙিন টিনের ছাউনি নিয়ে এসব ঘরে ২টি শয়নকক্ষ। ১টি খোলা বারান্দা, ১টি রান্না ঘর, ১টি শৌচাগার রয়েছে।
ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক (রাজস্ব), উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
মানব চেতনা /এইচএম
Leave a Reply