কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৬৫৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন আসরের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন, উপদেষ্টা হীরা মিয়া, সহ সভাপতি এম এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, নারী পক্ষের সভাপতি সুবর্ণা দেব নাথ, শিল্পী মোঃ জসিম উদ্দিন, মোঃ মাজহারুল ইসলাম, শাহীন মিয়া, শিল্পী মাহবুবুর রহমান, রাখাল চন্দ্র দাস, কবি মাহফুজুর রহমান, জহিরুল হাসান রুবেল, মৌসুমী আক্তার, মোছাঃ স্বপাœ আক্তার প্রমুখ।
আসরে নতুন বছরে সকলের ভালো দিন কাটুক সে প্রত্যাশায় শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং কবিগণ তাদের স্বরচিত লেখা আবৃত্তি করেন।
মানব চেতনা/এমআর
Leave a Reply