আমিনুল হক সাদীঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ইফতিয়াজ এন্ড নুসরাত গেরস্ত বাড়ি এর প্রোফাইটার ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার গোলাম কবীর ভুঁইয়ার নিজস্ব উদ্যোগে দুর্গম বর্ণি হাওড়ে সমকালিন বোরো আবাদ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিনিধিদলের টিম লিডার কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল আলম জানান, অত্যন্ত চমৎকার ভাবে ১১৫২ টি প্লাষ্টিক ট্রেতে সফলভাবে চারা উৎপন্ন করা হয়েছে। মুল জমিও প্রস্তুত করা হচ্ছে। চারা রোপনের জন্য ০৪ টি রাইস ট্রান্সপ্লান্টার প্রস্তুত রাখা হয়েছে। ১৩ -২০ ডিসেম্বর’২০২০ মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা চারা রোপন করা হবে বলে গেরস্তবাড়ির ম্যানেজার আরিফ খান জয় জানিয়েছেন। প্রসঙ্গত গতবছর উক্ত প্রতিষ্টান ৫০ একর জমিতে সমকালিন বোরোধান আবাদ করেছিলেন। সমকালিন চাষাবাদে কৃষকদের উদ্ভুদ্ধ করার জন্য আয়োজিত মাঠদিবসে তৎকালিন ডিজি ডিএই ড. আবদুল মুঈদ স্যার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এবছর ৬০ একর জমিতে সমকালিন বোরো আবাদের লক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে। সমকালিন আবাদকৃত সমুদয় ধান কম্বাইন হার্ভেষ্টার দ্বারা একই সময়ে কর্তন, মাড়াই, ঝাড়াই ও ব্যাগিং করার প্রস্তুতিও নেয়া নিচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের জন্য অনুপ্রাণিত বিদেশে অবস্থানরত ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি বিভাগ।
Leave a Reply