কিশোেরগঞ্জ প্রতিনিধিঃ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমূলী গ্রামে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের মাঠে শুক্রবার (৯ অক্টোবর) দর্শকে পরিপূর্ণ এক জমজমাট মিনি ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় শুরু থেকে ১৫ (পনের) টি দল অংশগ্রহণ করে। পরে জমজমাট লড়াইয়ের মাধ্যমে করমূলী সিনিয়র স্টার এবং করমূলী জুনিয়র ইয়ং স্টার নামে দুই দল ফাইনালে উঠে। উক্ত ফাইনাল খেলার শুভ উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান হলুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লা,যুবলীগ নেতা আবুল হোসেন মুক্তা, জেলা যুবলীগ নেতা আবিদ আনোয়ার শাথিল,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন,বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক জোবায়ের হোসেন,কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ শাহ আলম, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক মানবচেতনার সাংবাদিক মোঃ রবিউল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দুই দলের জমজমাট লড়াইয়ে ফাইনালে বিজয়ী হয় করমূলী সিনিয়র স্টার। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।
মানবচেতনা/আরআই
Leave a Reply