কিশোরগঞ্জ প্রতিনিধি : বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জলবায়ূর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী বনায়নের লক্ষে চারা উত্তোলন” শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সদর বন বিভাগের সহযোগিতায় কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি চারা বিতরণ কর্মসূচি ফেসবুক লাইভের মাধ্যমে উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (16 জুলাই) দুপুরে কিশোরগঞ্জ বন বিভাগ অফিস প্রাঙ্গনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের হাতে ফলজ, বনজ ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আতাউর রহমান খান, কিশোরগঞ্জ বন সম্প্রসারণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন,পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, ছাত্রলীগ নেতা গোলাম রাফিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply