স্টাফ রিপোর্টার:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত দেশব্যাপী ’গাছ লাগাও পরিবেশ বাঁচাও’-এই স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় যুবলীগ ও কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপির নির্দেশে ও যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লার সার্বিক সহযোগিতায় এবং ছাএলীগ নেতা গোলাম রাফির নেতৃত্বে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এবং মারিয়া ইউনিয়নে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়।
রবিবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এসময় যুবলীগ নেতা প্লাবন হাসান মোল্লা বলেন কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপির দিকনির্দেশনায় কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
এতে কিশোরগঞ্জ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমসি/ মামুনুর রশিদ
Leave a Reply