নিজস্ব প্রতিবেদক: মহাবীর ঈসা খানের স্মৃতি বিজড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্ধুর দূর্গের শাহ গরিবুল্লাহ মাজার ঢিবি উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তু প্রদর্শনী করেছে প্রত্নত্নত্ত্ব অধিদফতর।
বুধবার, ৭ এপ্রিল প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এগারসিন্ধুর ঈদগাহ মাঠে এ প্রদর্শনীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক রাখী রায়। প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত। বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রত্নতত্ত্ব অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র উপপরিচালক ড. মোঃ আতাউর রহমান, উপপরিচালক লাভলী ইয়াসমীন, প্রধান কার্যালণয়ের সহকারী পরিচালক ড.আহমেদ আব্দুল্ল্হা, ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস, ফিলড অফিসার সাবিনা ইয়াসমীন, সহকারী কাস্টোডিয়ান তানজীলুর রহমান, সার্ভেয়ার লোকমান হোসেন, ভান্ডার রক্ষক মিজানুর রহমান, আলোকচিদ্র মুদ্রাকর মোজাহার হোসেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈসা খান উচ্চ বিদ্যালয় পরি চালণা কমি,টির সভাপতি জাহাঙ্গীর, এগারসিন্ধুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী প্রমুখ। পরে অতিথিবৃন্দ পুরাকীর্তিও ঐতিহ্য নক্ষায় শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও অতিথিরা এগারসিন্ধুর দূর্গের শাহ গরিবুল্লাহ মাজার ঢিবি উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুও প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন এবং ১১ শতকের প্রাপ্ত ২৪১টি প্রত্নবস্তু দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে সংরক্ষিত পুরাকীর্তি সাদী মসজিদ ও শাহ মাহমুদের মসজিদ পরিদর্শনে যান অধিদপ্তরের মহাপরিচালক।
প্রসঙ্গত গত ২৩ ফেব্রুয়ারি প্রত্নতত্ত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর ইউনিয়নের শাহ গরীবুল্লাহ রহ. এর মাজার ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে। ২০২১-২২ অর্থ বছরের প্রত্নতাত্ত্বিক খনন কাজের উদ্বোধন হয়ে বুধবার তা সমাপ্ত করে।
মানব চেতনা/আসা