নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে দুই দিনব্যাপী ‘৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান উৎসব ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ মার্চ) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই বিজ্ঞান মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য (কিশোরগঞ্জ-১) ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম কামরুল আহসান শাজাহান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজাল প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।
মানব চেতনা/এমআর