নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি এ এম উবায়েদ এর পিতার মৃত্যুতে সংগঠনটির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার (১২ জানুয়ারি) অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আনুমানিক দুপুর ১:৩৫ মিনিটে এ এম উবায়েদ এর পিতা এ টি এম সাদেক (৭০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ঐদিনে এশার নামাজ বাদ আখড়া বাজার মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এবং হয়বতনগর কবরস্থানে দাফন করা হয়।
কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশন মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। সংগঠনের সভাপতি মো: আলী রেজা সুমন, সাধারণ সম্পাদক ও সাজন আহম্মেদ পাপন পৃথক পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেন।
উল্লেখ্য এ টি এম সাদেক কিশোগঞ্জ পৌর শহরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মানব চেতনা/এমআর