নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর মারিয়া ইউনিয়নের স্বল্পমারিয়া গ্রামের নিবাসী মৃত শুক্কর মাহমুদের ছেলে মো: নজরুল ইসলামের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুনে দুই গরু ও গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা ৩০মিনিটে লাগা আগুনে দুইটি গরুসহ দুই লক্ষ টাকা আনুমানিক ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। প্রত্যক্ষদর্শিরা জানান রোববার রাত হঠাৎ গোয়াল ঘরে আগুন জ্বলছে দেখতে পান।
পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা দুইটি গরু পুড়ে গেছে।
নজরুল ইসলামের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে,তিনি তার সব হারিয়ে এখন পথে বসে গেছেন বলেও আহাজারি করেন।
কিশোরগঞ্জ সদর মজেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক জানান, এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে।
মানব চেতনা/এমআর