নিজস্ব প্রতিনিধিঃ
রক্তদানে উদ্বুদ্ধকরণ ও বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট
আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন রাহিমা খাতুন জেনারেল হসপিটালে, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও বিনামূল্যে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত এ কার্যক্রম চলমান ছিল। এ সময় অর্ধশতাধিক লোককে বিনামূল্যে ব্লাডগ্রুপিং ও ডায়বেটিস পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক জনাব হযরত মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী, ট্রাস্টের কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার। ট্রাস্টের কো- আর্ডিনেটর মাওলানা তারিক জামিল ও মেডিকেল এসিস্ট্যান্ট ডাঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমধর্মী এসেবা পেয়ে লোকজন দারুণ খুশি।
মানব চেতনা /এইচএম
Leave a Reply