এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আচারগাঁও ইউনিয়নের ‘সিংদই টংগীরচর দূরন্ত ক্লাব’ আয়োজিত ও সিংদই টাইগার ক্লাব এর সার্বিক সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সিংদই চৌরাস্তা মোড়ে এক জমকালো আয়োজনের মধ্যে সিংদই লায়ন ক্লাব ও তিন বন্ধু স্পোর্টং ক্লাব মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সিংদই লায়ন ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সিংদই লায়ন ক্লাবের মোঃ মিম সেরা পারফর্মেন্স করায় ম্যান অপদা ম্যাচ বিবেচিত হন। পরে চ্যাম্পিয়ন দলের অধিনাক জোবায়ের হোসেন হামজার হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও রানার্সআপ দলের হাতে ট্রপি তোলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং আচারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একেএম মোফাজ্জল হোসেন খাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আলাউদ্দিন আক আজাদ, মোঃ কামাল উদ্দিন, মেম্বার প্রার্থী স্বপন মিয়া, সালেক ব্যাপারী, রুহুল আমিন, সিংদই টংগীরচর দূরন্ত ক্লাব ও সিংদই টাইগার ক্লাবের সকল সদস্য বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
রাত ৮.৩০ মিনিটে খেলাটি তিন রাউন্ডে শুরু হয়ে তীব্র প্রতিদ্বন্দ্বীতার মধ্য সিংদই লায়ক ক্লাব দুই রাউন্ড খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। এ সময় শত-শত দর্শক খেলা উপভোগ করে এবং পছন্দের দলকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেন।
মানব চেতনা /এইচএম
Leave a Reply