অমর একুশ
সোহেল রান
একুশ মানে রক্তে ভেজা পতাকা
শহীদ ভাইদের ছবি আজ
শহীদ মিনারে আঁকা।
একুশ মানে সংগ্রাম
স্বর্ণাক্ষরে লেখা আছে
শহীদ ভাইদের নাম।
একুশ মানে বাংলার জয়
শহীদরা মরেনি, তাঁরা অমর
নাহি তাঁদের কোন ক্ষয়।
একুশ মানে লাল রক্ত
বাংলার মানুষ তাঁদের প্রেমের
হয়েছে আজ ভক্ত।
একুশ মানে মাতৃভাষা
প্রত্যেকের হৃদয়ে জমেছিল
স্বাধীনতার আশা।
একুশ একুশ মানে বিজয়
তাজা প্রাণের বিনিময়ে
হয়েছে বাংলার জয়।
একুশ মানে স্বাধীনতা
চিনিয়ে নিতে দেয়নি তাদের
বাংলা মায়ের কথা।
একুশ মানে শহীদের প্রান
এক সাগর রক্ত দিয়ে
রাখল দেশের মান।
একুশ মানে ভুলবার নয়
একাত্তরের স্বাধীন হলো
হলো বাংলার জয়।
মানব চেতনা /এইচএম
Leave a Reply