স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের ক্রীড়া-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল ডেইলী বাংলাদেশ পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি ও এবি৭১ টিভির স্টাফ রিপোর্টার মোঃ আবু হানিফ সরকার সাংবাদিকতা ও সংবাদপত্র ক্যাটাগরিতে জেলায় তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে জেলা প্রশাসনের সম্মাননা পুরষ্কার গ্রহণ করায় ।
নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও এরশাদ উদ্দীন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ১৫ ফেব্রুয়ারী উপজেলা হলরুমে ২১শে ফেব্রুয়ারী ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ঐচ্ছিক আলোচনায় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক হানিফ ও নান্দাইল প্রেসক্লাবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তাঁরা বলেন সাংবাদিক হানিফ তার কর্মের যোগ্য প্রাপ্য হিসেবে জেলা প্রশাসনের এই সন্মাননা পেয়েছে, এই সন্মাননার মাধ্যম নান্দাইল সাংবাদিক সমাজ তথা নান্দাইলের মুখ উজ্জ্বল হয়েছে। আমরা তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করছি। সেই সাথে যোগ্য দক্ষ সাংবাদিক তৈরিতে অবদান রাখায় নান্দাইল প্রেসক্লাবকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।
উল্লেখ্য যে, করোনা মহামারী প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি ও তাদের উৎসাহ অনুপ্রেরণা যোগানোর লক্ষ্যে যে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক চলমান করোনা প্রতিরোধের নানামুখী কর্মকান্ড নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যাক্তিগত, সাংবাদিকতা ও সংবাদপত্রের কাছে ভিডিও ডকুমেন্টারি আহ্বান করে।
জেলা প্রশাসনের আহ্বানে সারা দিয়ে বিভিন্ন ব্যাক্তি, সংগঠন, সাংবাদিক ও সংবাদপত্র ভিডিও জমা দেন। জেলা প্রশাসনের মূল্যায়ন কমিটি জমাকৃত ভিডিও যাচাই বাঁচাই করে ব্যাক্তিগত, সংগঠন, সাংবাদিক/সংবাদপত্র এই তিনটি ক্যাটাগরিতে গতবছরের ১৬ জুলাই ৯ টি বিজয়ী নাম প্রকাশ করেন।
বিজয়ীদের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ভিডিও ডকুমেন্টশান দাখিল দৈনিক পত্রিকা/সাংবাদিক ক্যাটাগরীতে তৃতীয় স্থান অর্জন করেন সাংবাদিক মোঃ আবু হানিফ সরকার।
১৩ ফেব্রুয়ারী শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি) জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিদের উপস্থিততে বিজয়ীদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র তোলে দেওয়া হয়।
মানব চেতনা /এইচএম
Leave a Reply