ময়মনসিংহের নান্দাইলে প্রখ্যাত মোফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।
সিংদই টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত ও যুবসমাজের সহযোগিতায় উক্ত মাহফিলে তিনি প্রধান বক্তা হিসাবে আগমন করার কথা রয়েছে।
আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টংগীরচর মোড়ের বাজার সংলগ্ন উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সভাপতি অনিক হাসান জানিয়েছেন। মাওলানা ক্বারী মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী ৯.৩০ মিনিটে বয়ান রাখবেন বলেও তিনি নিশ্চিত করেছেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ -৯, নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ৯ নং আচারগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একেএম মোফাজ্জল হোসেন খাইয়ূম সহ আরো অনেকেই।
অন্যান্যদের মধ্যে আরো বয়ান করবেন, হযরত মাওলানা মুফতি শাহ মকবুল হোসাইন, হাফেজ হযরত মাওলানা মুফতি নোমান আহমাদ বানীপুরী, হাফেজ হযরত মাওলানা আনিসুল হক তামীম। মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোঃ আনোয়ার হেসাইন ও মোঃ রুহুল আমিন।
উক্ত মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের কমিঠির পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দিয়েছেন। মাহফিলে মহিলাদের জন্য আলাদা ভাবে নিরাপত্তা সহ সুব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন কমিটি।
যোগাযোগঃ নান্দাইল হইতে জাহাঙ্গীরপুর রোডে প্রায় তিন কিলোমিটার সিংদই আবালধনীর বাজার সংলগ্ন (দুলাহাজী) বাড়ির সামনের মুড় থেকে পাকা রাস্তা দিয়ে ৩০০ গজ পূর্ব দিকে। শিয়াল ধরা বাজার হইতে প্রায় ১.৫ কিলোমিটার পশ্চিমে। বাকচান্দা বাজার হইতে প্রায় ২.৫ কিলোমিটার উত্তরে।