আমিনুল হক সাদীঃ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের পৃথক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে ও নিকলী উপজেলা প্রশাসনের সহায়তায় (ভাচুয়াল প্লাটফর্মে) আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসফিয়া সিরাত। আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাকিল আহমদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। আলোচনায় ৭৫ জন অংশ গ্রহণ করেন।
অন্যদিকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের খোদেজা ইদ্রিস মধ্য মাঝিরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক। প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলীমা নূর হোসেন। আলোচনায় অংশ নেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব জামান, উপজেলা শিক্ষা অফিসার মোহগাম্মদ মফিজুল হক, ইন্সটাক্টর মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,আ.রশিদ ফকির, জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক জানিয়েছেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের মূল উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রচার করা। এর মধ্যে রয়েছে আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধি এবং বাংলাদেশ সরকারকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের যে প্রক্রিয়া তাতে দেশের সব মানুষের সম্পৃক্ততার মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়তা করার উদ্যোগ। প্রকল্পের আওতায় গ্রামগঞ্জে চলচ্চিত্র প্রদর্শন, মহিলা সমাবেশ অব্যাহত রয়েছে।
Leave a Reply