নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পৌরসভা নির্বাচনে নান্দাইল পৌরসভার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নান্দাইল পৌর শাখার যুবলীগের সাবেক সদস্য শাহ আলম হেলিম মাহিন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন। নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ডের চন্ডীপাশা মোড় থেকে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড, নান্দাইল বাজার হয়ে চন্ডীপাশা মোড়ে প্রায় ৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শোডাউন করেন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নেতাকর্মীরা শোডাউনে অংশ গ্রহন করেন। শোডাউনের আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে নান্দাইল পৌরসভার মেয়র নির্বাচিত হলে পৌর নাগরিকদের নাগরিক সুবিধা,পানি নিষ্কাসনের জন্য ড্রেনের ব্যবস্থা, ময়লা আবর্জনা মুক্ত একটি আধুনিক পৌরসদর উপহার দিব। প্রতিটি নাগরিকদের জন্য পানির সাপ্লাই হতদরিদ্রের মানুষের অধিকার নিশ্চিতকরন,মাদক মুক্ত পৌরসভা, রাস্তার দুপাশে ফুটপাতের উপযোগী, পৌর এলাকার প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন সহ নাগরিকদের সকল রকম আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীকে মনোনীত করেন তাহলে নান্দাইলের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়কে নিয়ে নান্দাইল পৌরবাসীর পাশে থাকবো। এ সময় নেতাকর্মীরা হাত তালি দিয়ে মেয়র পদ প্রার্থী শাহ আলম মাহিন কে সমর্থন জানান। শাহ আলম হেলিম মাহিন ২০১৫ সালে ৩০ ডিসেম্বর ৪র্থ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়। পৌর সভার ১ম সাধারন সভায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে ৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন সাধন করেন। এ সময় তিনি নিজেকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে ঘোষনা দেন।
মানব চেতনা/এইচএম
Leave a Reply