কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার চৌরস্তা চত্ত্বরে ৩রা নভেম্বর,জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ নভেম্বর) বিন্নাটি বাজার চৌরস্তা চত্ত্বরে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি (ঢাকা) পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক বছির উদ্দিন রিপন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃশরীফুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী,সদর উপজেলা যুবলীগের সভাপতি এড.বাচ্ছু,সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মুরাদ,বিন্নাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃশফিকুল ইসলাম শফিক,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, জাতির যে কোন দুর্যোগে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তেমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্যা ও সংকটে দেশের মানুষের পাশে থেকে মানুষের মন জয় করতে হবে। বিভিন্ন স্থান থেকে বিশাল বিশাল মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের রূহের মাগফিরাত এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এম.পি’র দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
Leave a Reply